বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার সর্বত্র এখন ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ডাকাত দলের উপস্থিতির ব্যাপারে সতর্ক করে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়।
সোমবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ডাকাত আতঙ্কে উপজেলার বেশ কিছু এলাকায় পাহারা বসানো স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা জেলার বেতাগীর বিষখালী তীরবর্তী এলাকা থেকে নদীতে ডাকাতদল দেখার খবরের ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সাতটি ইউনিয়নের মধ্যে বেতাগী পৌর শহর, মোকামিয়া,হোসনাবাদ, বুড়ামজুমদার ও সরিষামুড়ি ইউনিয়ন বিষখালী নদীর তীরবর্তী হওয়ায় এসব এলাকায় এখন আতঙ্ক বেশি বিরাজ করে। আতঙ্ক ছড়িয়ে পড়লে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় টেঁটা, বল্লম, রড ও লাঠিসোটা হাতে নিয়ে এলাকা ডাকাতমুক্ত রাখতে পাহারা দেয়।
বেতাগী উপজেলার মোকামিয়া ও হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দারা বাংলানিউজকে বলেন, এলাকাবাসী মাইকিং শুরু হওয়ার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ডাকতদের প্রতিহত করতে মহল্লায় পাহারা শুরু করে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম বলেন, সংবাদ পেয়ে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের টহল জোরদার করি। রাতে কোথাও ডাকাতি সংগঠিত হওয়ার খবর পাইনি।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এনএইচআর