মৌলভীবাজার: মৌলভীবাজার পৌর এলাকার কুদালী ছড়ার স্থায়ী গাইড ওয়াল ও ওয়াকওয়ে কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে গাইড ওয়াল কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
উদ্বোধন শেষে মোনাজাত করেন, মৌলভীবাজার টাউন কামিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, পৌর কাউন্সিলর নাহিদ আহমদ, আসাদ হোসেন মক্কু, আনিছুজ্জামান বায়েছ, নারী কাউন্সিলর জিমি আক্তার, জাহানারা বেগম ও পৌর কর্মকর্তা।
পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, নজরদারিতে এ খাল পরিচ্ছন্ন ও নান্দনিক থাকবে সব সময়। মৌলভীবাজারের বাসিন্দা ও পর্যটকদের কাছে সময় কাটানোর একটা ভালো জায়গা তৈরি হবে।
২৪ কোটি টাকা ব্যয়ে স্থায়ী গাইডওয়াল ও ওয়াকওয়ের কাজ শুরু হয়েছে। আশা করছি সময়ের মধ্যেই কাজ শেষ হবে।
চলিত বছরের ১৯ ফেব্রুয়ারি কোদালিছড়া খালের উন্নয়ন কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯ , ২০২১
বিবিবি/এসআইএস