বগুড়া: বগুড়ায় আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোট করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে বগুড়া শেরপুর উপজেলার দুই ইউনিয়নের পাঁচজন এবং শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের ৯ জন রয়েছেন।
সোমবার (০৮ নভেম্বর) রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। সেসঙ্গে দলীয় শৃঙ্খলা অমান্য করায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে।
এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা অমান্য করেছেন। তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশসহ অনুরোধ করা হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতা-কর্মীরা হলেন, বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক শফিফুল ইসলাম রঞ্জু এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। বিশালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, আওয়ামী লীগ কর্মী সাধন চন্দ্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাফিউল ইসলাম বাবু।
শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক ও দলের কর্মী আশিক মাহমুদ মিলটন। আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন। ময়দানহাট্টা ইউনিয়নের যুবলীগ নেতা আবু জাফর মন্ডল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তোতা। বিহার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল মতিন। দেউলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা আব্দুল হাই, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন টুটুল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ.লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মর্তুজা।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নৌকা প্রতীকের বিরুদ্ধে ভোট করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
কেইউএ/এনএইচআর