সুনামগঞ্জ: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জের ব্যবসায়ী নেতারা।
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টা দেশের শিল্পখাত ধ্বংসের পাঁয়তারা বলে মন্তব্য করেন তারা।
সোমবার (০৮ নভেম্বর) সুনামগঞ্জ চেম্বার ও ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠানের এমডিকে হত্যাচেষ্টা ব্যবসায়ী মহলের জন্য উদ্বেগের। সরকারের প্রতি তারা আহ্বান জানান, এ ঘটনা যেন বিশেষভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। একইসঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডিকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয়।
সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ আহমদ বাংলানিউজকে বলেন, বসুন্ধরা গ্রুপ সাধারণ একটি শিল্প গ্রুপই নয়, এটি একটি এক্সক্লুসিভ শিল্প গ্রুপ, যা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছে। আর এ গ্রুপের এমডিকে হত্যার চেষ্টা করা মানে দেশের অর্থনীতিতে আঘাত হানা। এভাবে যদি শিল্প গ্রুপের ওপর আঘাত আসতে থাকে, তাহলে দেশের মানুষের ক্ষতি হবে। এ শিল্প গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। অবিলম্বে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহান আনভীরকে হত্যাচেষ্টাকারীদের আইনের আওতায় এনে বিচার করা হোক। আমি এমডি সাহেবের দীর্ঘায়ু কামনা করছি। একইসঙ্গে সরকারের কাছে দাবি জানাই, দেশের স্বার্থে যেন ওনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আমরা সুনামগঞ্জ ব্যবসসায়ী সমিতির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হত্যা চেষ্টাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক।
ব্যবয়াসী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনূর বাংলানিউজকে বলেন, বসুন্ধরা গ্রুপের এমডিকে যারা হত্যার চেষ্টা করেছেন, তাদের আইনের আওতায় আনা হোক। একটি শিল্প গ্রুপের এমডিকে যেভাবে হয়রানি করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক। আমরা তৃণমূলের ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এছাড়া আমরা সরকারের কাছে দাবি জানাই, তাকে যেন যথাযথভাবে নিরাপত্তা দেওয়া হয়।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক নূরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টা করা মানে ব্যবসায়ীদের ওপর আঘাত হানা। বসুন্ধরা গ্রুপ কয়েক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। কিন্তু তাদের যদি এভাবে হয়রানি করা হয়, তাহলে দেশের শিল্প প্রতিষ্ঠান মালিকদের মধ্যে অস্থিরতা দেখা দেবে। অনেকেই সব ছেড়ে বিদেশে চলে যাওয়ার চিন্তা করবে। তাই আমরা সুনামগঞ্জের ব্যবসায়ী মহল সরকারের উচ্চ মহলের কাছে দাবি জানাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এরই মধ্যে যাকে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যকে যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।
বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম সাদ জানিয়েছেন, হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে তিনি সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টা করেছেন।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এসআই