ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত 

জামালপুর: জামালপুরে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে জামালপুর-টাঙ্গাইল সড়কের নারিকেলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জামালপুর সদরের ছোনটিয়া এলাকার শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া ও মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের উসমান গনির ছেলে আবুল কালাম আজাদ।  
 
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বাংলানিউজকে জানান, ভোরে নারিকেলি এলাকায় টাঙ্গাইল থেকে জামালপুরগামী একটি ট্রাক জামালপুর থেকে ঘাটাইলগামী একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন আরো দু’জন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।  

সড়কের ওপর উন্নয়ন কাজের জন্য অপরিকল্পিতভাবে বালু রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।