ঢাকা: রাজধানীর লালবাগের একটি বাসার ছাদে আরাফাত হোসেন (৩৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাত লক্ষ্মীপুর রায়পুর উপজেলার সাইচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
তিনি লালবাগের আ. আজিজ লেনের একটি বাসার ছাদে চিলেকোঠায় ভাড়া থাকতো। রাজধানীর একটি দোকানে চাকরি করতো সে।
আরাফাতের চাচাতো ভাই মোক্তার হায়দার জানান, তারা চারজন ওই বাসার ছাদের চিলেকোঠায় ভাড়া থাকেন। বাকি ৩জন হলো আরেক দোকান কর্মচারী মামুন, ও টিপু। ভোর ৪টা পর্যন্ত তারা রুমে আড্ডা দেন। এরপর ঘুমিয়ে পড়েন।
রুমমেট মামুন দাবি করে জানান, সকাল ১১টার সবার আগে তিনি ঘুম থেকে ওঠেন। বাইরে বের হয়ে দেখেন ছাদের মাঝখানে উপুড় হয়ে পড়ে আছেন আরাফাত। তার নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যান।
তারা দাবি করেন, কয়েকদিন ধরে আরাফাত বুকে ব্যথা অনুভব করছিলো বলে তাদেরকে জানিয়েছিলো। এছাড়া তার হাইপ্রেশার ছিলো। সকালে টয়লেট যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যেতে পারে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছে। ঘটনাটি রহস্যজনক। লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এজেডএস/এনএইচআর