ঢাকা: বর্তমানে দুটি লঘুচাপের বলয়ে রয়েছে দেশের আবহাওয়া। এর মধ্যেই আরেকটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে সাগরে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবারের (১০ নভেম্বরের) মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা নভেম্বর মাসে এক থেকে দুটি নিম্নচাপের আভাস দিয়েছেন আগেই। এছাড়া অন্তত একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এ অবস্থায় বুধবার সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.। আগামী শুক্রবার নাগাদ রাতের তাপমাত্রা বাড়তে পারে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) দেশে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তেঁতুলিয়ায় ভোরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
ইইউডি/এমজেএফ