ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
ফরিদপুরে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

ফরিদপুর: ফরিদপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুর জেলা সদরের ডিগ্রিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, ফরিদপুর সদরের আইজুদ্দিন ডাঙ্গী এলাকার শুকুর শেখের ছেলে আকাশ শেখ (১৮), একই এলাকার সালাম শেখের ছেলে মো. রুমি শেখ (১৭) ও জেলা সদরের পূর্বডাঙ্গী এলাকার আব্দুল রাজ্জাক শেখের ছেলে শিপন শেখ (১৯)।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, পুলিশ সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বুধবার দুপুরে এক প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।