শেরপুর: শেরপুর শ্রীবরর্দী উপজেলার বনাঞ্চল বালিঝুড়ি রেঞ্জের অধীনস্থ মালাকোচা এলাকায় একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরের দিকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরেই সীমান্তে হাতির উপদ্রব বেড়েছে। হাতিটি সোমবার রাত তিনটার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিল।
বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, বাগান রক্ষার বৈদ্যুতিক জিআর তারে শক খেয়ে হাতিটি মারা যেতে পারে।
তিনি জানান, হাতিটির মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বন বিভাগ জানায়, মৃত ওই হাতিটি পুরুষ। হাতিটির বয়স ২৫-৩০ বছর হতে পারে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
জেডএ