মাদারীপুর: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রতিদিন ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেরি চলাচল করবে।
মঙ্গলবার (৯ নভেম্বর) এ তথ্য জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ।
প্রতিদিন ভোর ৬ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৪-৫ টি ফেরি দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন পারাপার করা হবে। নৌরুট দিয়ে বাস, পণ্যবাহী ভারী ট্রাক পারাপার বন্ধ থাকছে আপাতত।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে নৌরুটে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল শুরু করেছে। স্রোত কমে গিয়ে নৌরুট বর্তমানে স্বাভাবিক থাকায় সোমবার পরীক্ষামূলক ট্রায়ালের পর আজ (মঙ্গলবার) সকাল থেকেই চালু হয় ফেরি চলাচল। ফেরি চালু হওয়ায় সকাল থেকেই নৌরুটে আসতে শুরু করে হালকা যানবাহন। প্রতিদিন ১০ ঘণ্টা মাঝারি মানের এ চারটি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোর থেকেই প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন এবং মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। ঘাট চালু হওয়ায় বন্ধ হয়ে যাওয়া দোকানপাটও খুলতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
জেডএ