ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যাচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে ও এতে জড়িতদের গ্রেফতারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে।  

মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন বসুন্ধরা সিমেন্টের সিলেট অঞ্চলের সিনিয়র ম্যানেজার মনিরুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, বিশিষ্ট ঠিকাদার মুশফিকুর রহমান কাঞ্চন, ব্যবসায়ী শামসুজ্জামান সুমন, প্রকৌশলী শেখ জাবেদ, ব্যবসায়ী শফিকুল ইসলাম সজিব, বসুন্ধরা সিমেন্টের ভৈরবের এরিয়া ম্যানেজার সুমন কর, টেরিটরি ম্যানেজার জুলহাস মিয়া, কিশোরগঞ্জের টেরিটরি ম্যানেজার রবিউল ইসলামসহ অনেকে।  

বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টা মূলত দেশের উন্নয়নে অবদান রাখা শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধেই ষড়যন্ত্রের অংশ। তাই যারা হত্যা করতে চায়, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।  

বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম সাদ জানিয়েছেন, হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে তিনি সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টা করেছেন।  

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।