ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টা, নওগাঁয় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টা, নওগাঁয় মানববন্ধন ছবি: বাংলানিউজ

নওগাঁ: দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁর সাংবাদিকরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দীন, অর্থ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর প্রতিনিধি বাবুল আখতার রানা, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় বক্তারা বলেন, সায়েম সোবহান আনভীর শুধু শিল্পপতি নন, তিনি একজন মানবদরদি মানুষ। করোনার সময় সারাদেশব্যাপী খাদ্য সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

মানববন্ধনে বক্তারা হত্যাচেষ্টার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।