চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে তপুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির সভাপতি শহিদুল কদর জোয়ার্দার, প্রধান শিক্ষক রিপন আলীসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একজন শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু মূল আসামিরা এখনও ধরা পড়েনি। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
জানা যায়, গত রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তন্ময় আহমেদ তপু নামে এক পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও দুই/তিনজনকে। এরইমধ্যে ওই মামলায় এজহার নামীয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরএ