বরিশাল: সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করে প্রবাহ বাধাগ্রস্ত করায় বরিশালের গৌরনদীর বাটাজোরে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নির্মাণাধীন স্থাপনার সামগ্রী জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি মো. আরিফুল ইসলাম প্রিন্স এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, বাটাজোর ইউনিয়নের বাটাজোর বাজার সংলগ্ন হরহরনামক স্থানে প্রবাহমান সরকারি খাল দখল করে স্থাপনা তৈরি করে প্রবাহে বাধাগ্রস্ত করা হচ্ছিল। এ অপরাধে সঙ্গে জড়িত একজনকে পরিবেশ সংরক্ষণ আইনে দোষী সাব্যস্তক্রমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এর মালপত্র জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
যা বাটাজোর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দিয়ে বিধি মোতাবেক নিলামপূর্বক, নিলাম করা অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে গৌরনদী মডেল থানার একটি টিম মোবাইল কোর্টকে পুলিশি সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএস/এএটি