ঢাকা: বাসের ভাড়া বাড়ানোর সার্কুলার হয়েছে মাত্র, এখনো নতুন ভাড়ার চার্ট হাতে আসেনি। তাই ভাড়া আদায় করার জন্য পুরনো টিকিটের গায়ে বর্ধিত ভাড়ার সিল মারা হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলের দিকে কুড়িল বিশ্বরোড থেকে গুলিস্তানগামী একটি শীততাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসে এ দৃশ্য দেখা যায়।
কুড়িল বিশ্বরোড থেকে গুলিস্তান পর্যন্ত ওই বাসের ভাড়া ৬০ টাকা লিখা আছে টিকিটে। কিন্তু তারা নিচ্ছে ৭০টাকা। এ নিয়ে বাস কন্টাকটারকে উদ্দেশ্য করে যাত্রীরা বলেন- আপনাকে ভাড়া দিলাম ৭০টাকা আর আপনি টিকেট দিলেন ৬০ টাকার।
যাত্রীদের এ কথার জবাবে কন্টাকটার বলেন, টিকিটের ওপর একটা সিল মারা আছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, ওখানে লেখা আছে ৭০ টাকা।
এ বিষয়ে বাসের ভাড়া আদায়কারী ব্যক্তির সঙ্গে কথা হলে বিনয়ী হয়ে তিনি জানান, কেবল নতুন ভাড়ার সার্কুলার হয়েছে। এখনো বর্ধিত ভাড়ার চার্ট হাতে আসেনি। তাই আগের টিকিটে নতুন ভাড়া যুক্ত করে একটা সিল তৈরি করা হয়েছে। টিকেটের ওপরে সেই সিল মেরে যাত্রীদের কাছে দেওয়া হচ্ছে। যাতে করে যাত্রীদের কাছ থেকে নতুন বর্ধিত ভাড়া নেওয়ার সময় কোনো বিশৃঙ্খলা না হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
জেডএ