ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

খুলনা: খুলনার লবণচরায় শিশু (৭) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শেখ খোকন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে র‌্যাব-৬ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লবণচরার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত শেখ আব্দুল্লাহর ছেলে।

এর আগে গত ৬ নভেম্বর দুপুরে মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করেন খোকন। পরে শিশুটি মায়ের কাছে বিষয়টি জানালে তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লবণচরা থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার খোকনকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমআরএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।