লক্ষ্মীপুর: দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টার প্রতিবাদে ও এমন অপকর্মের পরিকল্পনাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুরের সাংবাদিক ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর সাংবাদিকবান্ধব ব্যক্তি। করোনাকালে অসহায় সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এছাড়া করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে হাসপাতালও প্রতিষ্ঠা করেছে এ শিল্পগোষ্ঠী। সেই সঙ্গে করোনা ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের নিয়মিত আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে আসছে বসুন্ধরা। বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যার পরিকল্পনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।
ব্যবসায়ীরা বলেন, দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। ৭০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে বসুন্ধরা। সায়েম সোবহান আনভীর ব্যবসায়ীদের জন্য একজন আইডল। আমরা ব্যবসায়ীরা তাকে দেখে অনুপ্রাণিত হই। আর তাকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্রের ছক করছে একটি মহল, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পেছনে যাদের হাত ও ইন্ধন রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মেদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, বঙ্গবন্ধু পরিষদের লক্ষ্মীপুর সভাপতি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাংবাদিক রেজাউল করিম পারভেজ, মামুনুর রশিদসহ অনেকে।
ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন ইসমাইল হোসেন বাপ্পী, আবুল কাশেম, শামছুদ্দোহা রাজু, নুরে আলমসহ অনেকে।
বসুন্ধরা গ্রুপের চাঁদপুর এরিয়া ম্যানেজার আরিফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, জাহাঙ্গীর হোসেন লিটন, একেএম মিজানুর রহমান, সম্পাদক প্রকাশক ফোরামের সদস্য সচিব কাজী মাকছুদুর রহমান, তাপস সাহা, নাজিম উদ্দিন রানা, মো. নিজাম উদ্দিন, সোহেল রানা, সুমন দাস, নুর মোহাম্মদ ও মেরাজ হোসেন।
এছাড়া মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বসুন্ধরা গ্রুপের এমডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা হয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী জুমার নামাজের সময় আনভীরকে গুলি করে হত্যার ষড়যন্ত্র হয়।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম সাদ (২৩) নামে চট্টগ্রামের পটিয়ার এক যুবককে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শুক্রবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সাউতুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম সাদ জানিয়েছেন, হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীর নির্দেশে তিনি সায়েম সোবহান আনভীরকে হত্যার চেষ্টা করেছেন।
বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
এসআই