জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নিজের ভাতার টাকা বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা গণগ্রন্থগারে ওই ভাতার টাকা বিতরণ করেন তিনি।
আফসার আলী বাংলানিউজকে জানান, বকশীগঞ্জে ৩টি প্রতিষ্ঠানের ২০জন শিক্ষার্থীর মাঝে প্রতিমাসের ১০ তারিখের মধ্যে ভাতার অর্থ বিতরণ করেন তিনি।
দেশের জন্য যুদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন। এখন দেশটাকে সাজানোর একটা অংশ হিসিবে এ উদ্যোগ নিয়েছেন তিনি।
টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
জেডএ