ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ইমামগঞ্জে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ইমামগঞ্জে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বাংলানিউজকে বলেন, ইমামগঞ্জে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ভবনের তৃতীয় তলায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে।
আরও পড়ুন...
পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
পিএম/আরবি