ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ ফাইল ছবি

ঢাকা: ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) এর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর)  বিকেল তিনটার দিকে বসিলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট থেকে উত্তর দিকে মধু হাজির হাউজিং বরাবর মাঝ নদী থেকে উদ্ধার করে।

এ সময় নিহতের পরনে কোনো কাপড় ছিল না। মরদেহের গায়ের ও হাতের চামড়া খসানো ছিল। মৃতের পরিচয় জানতে বিভিন্ন থানায় ওয়ারলেস মারফত সংবাদ দেওয়া হয়েছে।

বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফর রহমান জানান, জোয়ারের পানিতে কচুরিপানার সঙ্গে ভেসে আসতে দেখে স্থানীয়রা বরিশুর নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরবর্তীতে সেখান থেকে আমাদের জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মরদেহটি ২/৩ দিন আগের হাওয়ায় ফুলে-ফেঁপে গেছে। তবে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।