পাবনা: দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে পাবনার মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
মঙ্গলবার (০৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের স্বাধীনতা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রমিক ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা সায়েম সোবহানকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় বক্তারা হত্যাচেষ্টায় জড়িত হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবাহান আনভীরকে হত্যার প্রচেষ্টার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আ্ইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বসুন্ধরা গ্রুপ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা সমাজের কীট। তাদের মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এসময় বক্তব্য দেন- পাবনা বসুন্ধরা গ্রুপের ব্যবসায়ী আবুল হোসেন, ব্যবসায়ী মিলন আহমেদ, আসাদুল ইসলাম, সাখোয়াত হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরএ