ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

৭ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২১
৭ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

কিশোরগঞ্জ: সাত দিনের সরকারি সফরে ১২ নভেম্বর (শুক্রবার) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ আসবেন। এ সময় তিনি নিজ উপজেলা মিঠামইনসহ ইটনা ও অষ্টগ্রাম উপজেলা সফর করবেন।

এছাড়াও তিনি সফর করবেন কিশোরগঞ্জ জেলা সদর।  

মঙ্গলবার (০৯ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

এদিকে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

সেখানের কামালপুর গ্রামে নিজের বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি। পরদিন ১৩ নভেম্বর (শনিবার) দুপুরে সড়ক পথে অষ্টগ্রাম উপজেলায় যাবেন। ওইদিন বিকেলে অষ্টগ্রামের উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি অষ্টগ্রাম রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সেখান থেকে তিনি মিঠামইনে ফিরে কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

এরপর ১৪ নভেম্বর (রোববার) সকাল ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি তার বাবা হাজী তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। পরে তিনি মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে পরদিন ১৫ নভেম্বর (সোমবার) দুপুর আড়াইটায় ইটনা উপজেলায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন এবং রাত্রিযাপন করবেন।  

১৬ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ সদরে পৌঁছাবেন এবং কিশোরগঞ্জ শহরের খড়মপট্টিতে নিজ বাসায় রাত্রিযাপন করবেন। পরদিন ১৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় তিনি জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন কিশোরগঞ্জ শহরের খড়মপট্টির নিজ বাসায় রাত্রিযাপন শেষে ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন রাষ্ট্রপতি।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।