ভোলা: ভোলা সদর উপজেলার তালতলি এলাকায় বাসচাপায় আবুল কাসেম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী যাত্রীবাহী একটি বাসচাপায় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআরএস