চাঁদপুর: চাঁদপুর শহরের দক্ষিণ তরপুরচন্ডী ‘চাঁদপুর সেতু’ সংলগ্ন একটি জুটের গোডাউনে আগুন লেগেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
বুধবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার সঙ্গে সঙ্গে গোডাউনের ভেতরে থাকা ৪ জন নারী ও ১জন পুরুষ শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হয়। তাই হতাহত হননি কেউ। খবর পেয়ে ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের ধারণা, গোডাউনের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার পর থেকে গোডাউনের মালিক মো. বিল্লাল ভয়ে অজ্ঞান অবস্থায় আছেন। আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
গোডাউনের নারী শ্রমিক জেসমিন বাংলানিউজকে জানান, ঘটনার সময় তারা গোডাউনের একটি কক্ষে কাজ করছিলেন। এ সময় বাহিরে থেকে আগুন দেখে একজন ডাক চিৎকার দিলে তারা সবাই বেরিয়ে আসেন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
জেডএ