ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
যশোরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই প্রতীকী ছবি

যশোর: যশোরের সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় আব্দুল্লাহ (২২) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ইজিবাইকটি ছিনতাই করেছে তারা।

বুধবার (১০ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ যশোর সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ার মোজাদুল জামানের ছেলে।

নিহত আব্দুল্লার ভাই শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘুরুলিয়া মাঠে এসে আব্দুল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পাই। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

তিনি জানান, আব্দুল্লাহ ইজিবাইকে যাত্রী নিয়ে ঘুরুলিয়া থেকে শহরে যাতায়াত করেন। রাতে যাত্রী নিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে যশোর পুলিশের মুখপাত্র (ডিবি) রুপন কুমার সরকার বাংলানিউজকে জানান, হত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
ইউজি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।