ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৫০ লাখ টাকার অবৈধ মোবাইলসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
৫০ লাখ টাকার অবৈধ মোবাইলসহ আটক ৭ আটকরা

ঢাকা: রাজধানীর পল্লবী থানাধীন একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩০৯ টি অবৈধ মোবাইল ফোনসহ সাত জনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত থেকে বুধবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত পল্লবীর ওই মার্কেটে অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাহমুদুল হাসান মাসুদ (২৮), জিসান (২৫), রাসেল (২৮), বিপ্লব হোসেন (৩২), রায়হান (২৩), রকি (১৯) ও  হাসিবুল ইসলাম (২১)।

অভিযানে বিটিআরসির প্রতিনিধিরা উপস্থিত থেকে ফোনগুলোর আইএমইআই নম্বর যাচাই করেন। পরে ৩০৯ টি ফোন সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে আমদানি করা বলে জানান তারা। এরপর মোবাইলগুলোসহ ওই সাত জনকে আটক করা হয়।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব -৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, আটকরা কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে মোবাইল দেশে নিয়ে আসতেন। সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে তা বিভিন্ন জনসাধারণের কাছে বিক্রয় করতেন। বাড়তি মুনাফার জন্য চক্রটি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এ ধরনের ফোন ব্যবহার করলে গ্রাহকের বিভিন্ন বিড়ম্বনার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে নতুন মোবাইল কেনার সময় নির্দিষ্ট নিয়মে আইএমইআই যাচাই করে কেনার পরামর্শ দেন র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।