নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর চক এলাকায় বৈদ্যুতিক খুঁটি পড়ে চাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-বান্দুরা সড়কে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আলমগীর (২৬) ও রাজিব (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার মাঝিরকান্দা এলাকা থেকে একটি মাহেন্দ্রতে (থ্রি-হুইলার) করে বৈদ্যুতিক খুঁটি নিয়ে ঢাকার পোস্তখোলার উদ্দেশে রওনা হন ১২ জন শ্রমিক। পথে টিকরপুর চক এলাকায় এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে ছিটকে পড়ে। এ সময় মাহেন্দ্রটিতে থাকা বৈদ্যুতিক খুঁটি পড়ে চাপায় ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।
দোহার ফায়ার সার্ভিসের অফিস সহকারি রিজভী আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআরএস