ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রাক চাপায় রাজন আহমেদ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে ওই এলাকার পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজন কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে করেবাড়ি থেকে বারোবাজারের দিকে আসছিলেন রাজন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শেখ মো. মেজবাহ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।