গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বিসিক এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী জানায়, কোনাবাড়ি বিসিক শিল্প এলাকায় ডাইসিন নামে কেমিক্যাল কারখানার গুদামে বিকট শব্দে আগুন লাগে। পরে আগুন পাশে লাইফ টেক্সটাইল (প্রা.) লিমিটেড কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১১ , ২০২১
আরএস/এসআইএস