ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় অস্ত্রসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
কলারোয়ায় অস্ত্রসহ আটক ১ আটক খন্দকার জামিনুল হক টুটুল

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে অস্ত্রসহ খন্দকার জামিনুল হক টুটুল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি সদর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক টুটুল জেলার আশাশুনি উপজেলার দরগাহপুরের খন্দকার ফজলুল হকের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কলারোয়া সড়কের গোপীনাথপুর এলাকা থেকে টুটুলকে আটক করা হয়। সে সময় তার কাছ একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। আটক ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।