ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
সিলেটে ভোটকেন্দ্রে সংঘর্ষ, আহত ৩

সিলেট: সিলেটে ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে প্রায় আধঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।

স্থানীয়রা জানান, সদরের কান্দির গাঁও ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী হিরন মিয়া ও আনারস প্রতীকের প্রার্থী ফজলুর রহমানের এজেন্টদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা সংঘর্ষের রূপ নেয়।  সংঘর্ষ চলাকালে আতংকে নারী-পুরুষরা ভোট কেন্দ্র ছেড়ে পালিয়ে যায়।

এদিকে কেন্দ্র পাহারায় থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং  পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কেন্দ্রে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যদের মোতায়েন করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসার পর কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী বলেন, কেন্দ্রের দুই প্রার্থীর প্রতিনিধি মধ্যে কথা কাটাকাটারি নিয়ে মারামারির ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।