ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লাভ শেয়ার বিডির উদ্যোগে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
লাভ শেয়ার বিডির উদ্যোগে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

ঢাকা: চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি’র উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। আগামী ১৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় এ পর্ব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর শাহজাহানপুর ঝিলপাড় মসজিদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি সবার অংশগ্রহণ কামনা করছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার গোলাম জিলানী, লিংকার্স বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেলিম ভূঁইয়া ও দক্ষিণ সিটির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মির্জা আসলাম শরিফ।

‘‘লাভ শেয়ার বিডি"র মন্ত্র’ নিজেকে দিয়ে শুরু’’ স্লোগানকে সামনে রেখে চ্যারিটি সংগঠন থেকে জানানো হয়, সমাজ ও রাষ্ট্রে কিছু প্রতিকূলতা থাকতেই পারে। এ জন্য কারো অপেক্ষায় বসে না থেকে নিজেদের উদ্যোগে অনেক কার্যকর রূপান্তর সম্ভব। ‘লাভ শেয়ার বিডি’ সে ডাকই দিয়ে যায়।

সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিনামূল্যে বিতরণ শেষে প্রতিষ্ঠানটি আগামীতে সক্রিয় থাকবে প্রযুক্তি প্রশিক্ষণে। এ উদ্যোগেও প্রত্যেকের সহযোগিতা কাম্য করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।