ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মেরিনা জাহান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মেরিনা জাহান

ঢাকা: একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মেরিনা জাহান শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মেরিনা জাহান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।