ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
রেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার

পাবনা (ঈশ্বরদী): রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, বিগত জামায়াত-বিএনপি জোট সরকারের সময় রেলকে পরিত্যক্ত ঘোষণা করেছিল। সেই রেলব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-ঢাকা রেলরুটের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই সংস্কার কাজের উদ্বোধনকালে রেলমন্ত্রী একথা বলেন।  

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু সেতুর সড়কের সঙ্গে রেল সংযুক্ত করে। বর্তমানে সেতুর ওজন অনুযায়ী সব ধরনের মালামাল পরিবহন করা সম্ভব না বলে সেতুতে এখন ১৫-২০ কিলোমিটার গতিতে সকল ট্রেনগুলো ঝুঁকি নিয়ে অতিক্রম করছে। ১৮টি ট্রেন চলার কথা, চলছে ৪২টি ট্রেন। খুলনা-রাজশাহী-রংপুর-দিনাজপুর-লালমনিরহাট সব অঞ্চলের ট্রেন চলে একটি লাইন দিয়ে। তাই প্রধানমন্ত্রী বিকল্প আরেকটি বঙ্গবন্ধু রেলসেতু তৈরির প্রকল্প হাতে নিয়েছেন। বিকল্প সেতু নির্মাণ হলে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের মতোই ডাবল লাইন থাকবে। ব্রডগেজ-মিটারগেজ লাইন থাকলে একদিকে ট্রেন যাবে-একদিকে আসবে।  

তিনি আরও বলেন, ২০২৪ সালের মধ্যে দ্বিতীয় বঙ্গবন্ধু সেতুর কাজ শেষ হবে। বর্তমানে আমরা এক লাইন প্রকল্প হাতে নিয়েছি। যখন ঢাকা-ঈশ্বরদী ডাবল লাইন হবে তখন যতখুশি তত ট্রেন চালানো যাবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে শিক্ষক ইউসুফ আলী মন্টুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম 

এছাড়াও উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, জেলা পুলিশ সুপার, হাসিবুল আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ্, প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, অতিরিক্ত প্রকৌশলী আসাদুল হক, প্রধান যান্ত্রীক প্রকৌশলী কুদরৎ ই খোদা, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম প্রমুখ।  

এছাড়াও উপস্থিত ছিলেন- উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিক, উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম,উল্লাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান, মওদুদ আহম্মেদ, উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।