ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত জোয়ারসাহারা এলাকার রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। নিহতর নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।