ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দলিলই কাল হলো বৃদ্ধ দম্পতির!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
দলিলই কাল হলো বৃদ্ধ দম্পতির! গ্রেফতার ৩ জন

দিনাজপুর: দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় জোড়া খুন (বৃদ্ধ দম্পতি) হওয়া ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতদের নিজ ছেলেসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

জোড়া খুনের ঘটনায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা।  

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।  

গ্রেফতার তিনজন হলেন- নবাবগঞ্জের ধরঞ্জী গ্রামের রাজা মিয়ার ছেলে রাজন মিয়া (২৫), একই গ্রামের এনামুল হকের ছেলে উজ্জল হোসেন (২৫) ও আব্দুল মতিন মিঠু (৫০)। এদের মধ্যে মিঠু ওই দম্পতির ছেলে।

সম্মেলনে সচীন চাকমা জানান, জোড়া খুনের ঘটনায় বুধবার (১০ নভেম্বর) দিনাজপুর শহরের কলেজ মোড় থেকে রাজন ও নবাবগঞ্জের দাউদপুর এলাকা থেকে উজ্জলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন নিজেদের দোষ স্বীকার করে জানান— এ ঘটনার মূল পরিকল্পনাকারী খুন হওয়া দম্পতির ছেলে মিঠু। পরে তাকেও গ্রেফতার করা হয়।

তিনি জানান, গত ০৪ নভেম্বর নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নের নির্শা কাজলদিঘী গ্রামে জোড়া খুনের (বৃদ্ধ দম্পতি) ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই দম্পতির ছোট ছেলে আব্দুল মালেক থানায় খুনসহ ডাকাতির একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে দিনাজপুর জেলা পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার সচীন চাকমা আরও জানান, নিহত বৃদ্ধ দম্পতির ছেলে মিঠু নিজ বাবার হেফাজতে থাকা জমির দলিল নেওয়ার উদ্দেশে এ হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে ফুফাতো ভাই সুলতান মাহমুদের সঙ্গে পরামর্শ করেন। সেখানে মিঠু তার ফুফাতো ভাই সুলতানের সঙ্গে চুক্তি করে যে, ‘যারা জমির দলিল এনে দিতে পারবেন, তারা বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নেবে। ’ সেই পরিকল্পনা অনুযায়ী ০৩ নভেম্বর দিনগত রাতে সুলতান ও তার সহযোগীরা প্রথমে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। সে সময় গৃহকর্তা হাফিজুর দেখে ফেলায় তাকে হত্যার করা হয় এবং গৃহকত্রী ফেন্সিয়ারাকেও হত্যা নিশ্চিত করে বাড়ির কাগজপত্র ও স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুট করে নেওয়া হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। একইসঙ্গে লুণ্ঠিত মালামাল ও টাকা উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে। গ্রেফতার ওই তিন জনকে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারকের কাছে তারা নিজেদের জবানবন্দি দেবেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।