ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
সিদ্ধিরগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মৌচাক এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় আইয়ুব আলী রিয়াদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ফেনীর সোয়াগাজীর শ্রর্শ আবীকারি এলাকার মৃত সাহাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় ফার্নিচার শ্রমিক ছিলেন।

জানা গেছে, দুপুরে ওই মহাসড়ক পার হচ্ছিলেন রিয়াদ। এ সময় একটি পিকআপভ্যানের তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিয়াদের মৃত্য হয়।  

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।