ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গৃহহীনদের ঘর দেওয়ার নামে ঘুষ দাবি, দুদকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
গৃহহীনদের ঘর দেওয়ার নামে ঘুষ দাবি, দুদকের অভিযান

ঢাকা: সাতক্ষীরার কয়রা উপজেলার সাত নম্বর দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহহীনদের ঘর দেওয়ার নামে ঘুষ দাবি, জন্ম সনদ দেওয়ার বিনিময়ে অর্থ আদায়, ট্যাক্স আদায় করে রাজস্ব খাতে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাতক্ষীরার কয়রা উপজেলার সাত নম্বর দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহহীনদের ঘর দেওয়ার নামে ঘুষ দাবি, জন্ম সনদ দেওয়ার বিনিময়ে অর্থ আদায়, কর আদায় করে রাজস্ব খাতে জমা না দিয়ে আত্মসাৎ এবং ২০১৮-২০১৯ অর্থবছরের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে আজ একটি অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট টিম। ইউনিয়ন পরিষদটি সুন্দরবনের পাশে দুর্গম চরাঞ্চলে অবস্থিত। দুদক টিম সরেজমিনে ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলে ও তাদের অভিযোগ শোনে। অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বক্তব্য গ্রহণ করেছে দুদক টিম। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহপূর্বক যাচাইকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ বিস্তারিতভাবে যাচাই করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য চারটি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।