ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে নৌকার ৯ প্রাথীর পরাজয়, নেতাদের দুষছে তৃণমূল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
যশোরে নৌকার ৯ প্রাথীর পরাজয়, নেতাদের দুষছে তৃণমূল

যশোর: দ্বিতীয় ধাপে যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ২২ ইউনিয়ন পরিষদের মধ্যে ২০ ইউনিয়নের ভোটগ্রহণে ৯টিতে আওয়ামী লীগে প্রার্থীর পরাজয় হয়েছে। এরআগে, বাকি দুই ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা নির্বাচিত হয়।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, প্রার্থী যাচাইয়ে জনপ্রিয়দের গুরুত্ব না দিয়ে অযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ায় এমন ভরাডুবি হয়েছে। তবে, স্থানীয় জেলা-উপজেলার নেতাদের সুপারিশেই এসব অযোগ্য প্রার্থী মনোনয়ন পেয়েছে বলেও অভিযোগ তাদের। আর অযোগ্যদের নৌকা প্রতীক মেনে নিতে না পেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র তকমায় ভোটে অংশ নিয়ে নিজেরা নির্বাচিত হলেও দুই উপজেলাতেই নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাম না প্রকাশের শর্তে তৃণমূলের একাধিক নেতা অভিযোগ করে বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা তৃণমূলকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তবে, তৃণমূলের উপজেলা-জেলা নেতা ও এমপিরা কখনো নিজেদের বলয় ভারি করতে পছন্দের লোক, আবার কখনো "বিশেষ স্বার্থে" প্রভাবিত হয়ে অযোগ্য লোকজনের নামে সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছেন। এতে প্রকৃত জনপ্রিয়রা নৌকা না পেয়ে রাগ-ক্ষোভে বিদ্রোহী হয়েছেন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পাশ করলেও, নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দল।

সংশ্লিষ্ট সূত্র মতে, ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৮ জন আওয়ামী লীগ, ২ জন বিদ্রোহী ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আগেভাগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দু’জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাকী ৯টি ইউনিয়নের ভোটে ৩টিতে নৌকার প্রার্থী, ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে যশোরের ঝিকরগাছায় দ্বিতীয় ধাপে ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ জন আওয়ামী লীগ মনোনীত এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মাসুদ হাসান পলাশ।

বিজয়ীরা হলেন ১নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নে আমিনুর রহমান (নৌকা), ২নম্বর মাগুরা ইউনিয়নে আব্দুর রাজ্জাক (নৌকা), ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়নে মতিয়ার রহমান সরদার (নৌকা), ৪নম্বর গদখালী ইউনিয়নে শাহজান আলী (চশমা, আ’লীগের বিদ্রোহী), ৫ নম্বর পানিসারা ইউনিয়নে জাকির হোসেন পিপুল (আনারস, আ’লীগের বিদ্রোহী), ৬নম্বর ঝিকরগাছা ইউনিয়নে আমীর হোসেন (নৌকা), ৭নম্বর নাভারণ ইউনিয়নে শাহাজান আলী (নৌকা), ৮নম্বর নির্বাসখোলা ইউনিয়নে খায়রুজ্জামান (নৌকা), ৯ নম্বর হাজিরবাগ ইউনিয়নে আতাউর রহমান মিন্টু (নৌকা), ১০ নম্বর শংকরপুর ইউনিয়নে গোবিন্দ কুমার চ্যাটার্জি (নৌকা) ও ১১নম্বর বাঁকড়া ইউনিয়নে আনিস উর রহমান (মোটরসাইকেল, স্বতন্ত্র)।

এদিকে, চৌগাছায় আওয়ামী লীগের বিদ্রোহীদের কারণেই নৌকার ভরাডুবি হয়েছে বলে মনে করছেন ভোটাররা। উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী বিজয়ী হয়। বৃহস্পতিবার ভোট গ্রহণে বাকি ৯টির মধ্যে ৩ টিতে নৌকার প্রার্থী এবং ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নে নৌকার অবাইদুল ইসলাম সবুজ ৭ হাজার ৬শ’ ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতলেব পেয়েছেন ২ হাজার ৬শ’ ১০ ভোট। ৩ নম্বর সিংহঝুলী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হামিদ মল্লিক ৪ হাজার ৫শ’ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার রেজাউর রহমান রেন্দু পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট। ৪ নম্বর ধুলিয়ানি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মোমিনুর রহমান  বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী আলাউদ্দীন এবং নৌকার আব্দুস সবুর তৃতীয় হয়েছেন।

এছাড়া জগদীশপুর ইউনিয়নে প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম ৪ হাজার ৭শ’ ২৪ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার তবিবর রহমান খান পেয়েছেন ৪ হাজার ৮২ ভোট। পাতিবিলা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছে নৌকার তরিকুল ইসলাম পরাজিত হয়েছেন। হাকিমপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হাসান বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নৌকার মামুন কবির। স্বরুপদাহ ইউনিয়নে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী নুরুল কদর বিজয় লাভ করেছেন। নুরুল কদর পেয়েছেন ৪ হাজার ৩শ’ ৬০ ভোট। নৌকা পেয়েছে ৪ হাজার ৩৯ ভোট।  

নারায়ণপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ডবলুকে হারিয়ে নৌকার শাহিনুর রহমান শাহিন বিজয় লাভ করেছেন। সুখপুকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাস্টার নুরুল ইসলামকে পারাজিত করে নৌকার বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি বিজয় লাভ করেছেন। নৌকার প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৫শ’ ৫৪ ভোট এবং বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৪শ’ ৪৩ ভোট।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
ইউজি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।