গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩টিতে আওয়ামী লীগ ও ১০টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ এ ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ঘাগোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিনুর জামান রিংকু, গিদারী ইউনিয়নে হারুনুর রশীদ ইদু ও মোল্লারচর ইউনিয়নে সাইদুজ্জামান সরকার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে, লক্ষীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (মোটরসাইকেল), মালিবাড়ীতে সোয়েব মো. রাসেল (ঘোড়া), কামারজানীতে মো. মতিয়ার রহমান (আনারস), খোলাহাটি ইউনিয়নে মাসুম হক্কানী (ঘোড়া), বাদিয়াখালীতে মো. সাফায়েতুল হক পাভেল (আনারস)।
অন্যদিকে, রামচন্দ্রপুর ইউনিয়নে মো. মোসাব্বীর হোসেন (আনারস), সাহাপাড়ায় মো. মশিউর রহমান মিঠুল মাষ্টার (আনারস), বল্লমঝাড়ে মো. জুলফিকার রহমান (আনারস), কুপতলায় রফিকুল ইসলাম সরকার (চশমা) ও বোয়ালী ইউনিয়নে শহিদুল ইসলাম সাবু (চশমা) প্রতীকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০২১
এনএইচআর