ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নির্মাণাধীন ভবনের পাশে মিললো যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
নির্মাণাধীন ভবনের পাশে মিললো যুবকের মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন ভবনের পাশ থেকে শাকিল (২০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ নভেম্বর) চকবাজার থানার ওসি (তদন্ত) তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত শাকিল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রাতিয়া বাজিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে পুরাতন কেন্দ্রীয় কারাগারের পাশে রিপনের পানির কারখানায় কাজ করতেন। সেখানেই থাকতেন তিনি।

ওসি তাসলিমা আক্তার জানান, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ভবনের বাউন্ডারির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

তিনি আরও জানান, নিহত শাকিল একটি পানির কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।