ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ১

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় বলেশ্বর নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফিরোজ শেখ (৫০) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় অন্তত ৮ জন আহত হয়।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার উপজেলার শুয়াদি নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, পিরোজপুর থেকে চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শুয়াদি নামক এলাকায় খাদে পড়ে যায়। এসময় বাস চালক ফিরোজ শেখ ঘটনাস্থলে মারা যায়। এছাড়া এসময় অন্তত ৮ জন আহত হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।  
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বাংলানিউজকে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার খবরটি জেনেছি। এসময় একজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ৮ জন।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।