ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রান্নার গ্যাস থেকে বাড়িতে বিস্ফোরণ, নিহত ১ আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
রান্নার গ্যাস থেকে বাড়িতে বিস্ফোরণ, নিহত ১ আহত ১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পাঁচতলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির ৫টি রুমসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল উড়ে গেছে।

এ সময় মায়া রানী নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দগ্ধ হয়েছে আরও ১৫ জন।  

আহত নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ভোর ৬টার সময় বিকট শব্দে মোক্তার মিয়ার পাঁচতলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেকেই আহত হন, এর মধ্যে মায়া রানী(৪০) নামে এক নারী ঘটনাস্থলেই দেয়াল চাপায় মারা যান।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রান্না করা গ্যাস কোনো রুমে জমে ছিল। তা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বাড়ির ৫টি রুমের দেয়াল গুলো চুর্ণ হয়ে আগুন ধরে গেছে। আমাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। আমরা আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছে। এতে ওই বাড়িটিও ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।