ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিস ফায়ারে আনসার সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
মিস ফায়ারে আনসার সদস্যের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের রামুতে শটগান থেকে গুলি আনলোড করার সময় মো. বেলাল উদ্দিন (২২) নামে এক আনসার ভিডিপি সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার এ ঘটনা ঘটে।

নিহত বেলাল কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, রামুর ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালন শেষে উপজেলা পরিষদে ফিরে শটগান থেকে গুলি আনলোড করছিলেন বেলালসহ কয়েকজন আনসার সদস্য। সেখানে ভুলবশত হোসেন আলী নামে এক আনসার সদস্যের শটগান থেকে গুলি বের হয়ে পাশে থাকা বেলালের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা আনসার ভিডিপির কমান্ডার অমলান জ্যোতি নাথ বলেন, সম্প্রতি ২১ দিনের প্রশিক্ষণ শেষে আনসারে যোগ দেয় বেলাল। এটি তার দ্বিতীয় নির্বাচনের দায়িত্ব ছিল। তবে গুলিটি কার শটগান থেকে বেরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে বিষয়টি মিস ফায়ার বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ১২ নভেম্বর ২০২১
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।