ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পড়ে থাকলো শুধু মোটরসাইকেলটি! 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
পড়ে থাকলো শুধু মোটরসাইকেলটি! 

ফেনী: ফেনীর পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা নুর উদ্দিন। শনিবার (১৩ নভেম্বর) স্ত্রী আকলিমা আক্তারকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন তিনি।

মোটরসাইকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে আরশিনগর ফিউচার পার্কে গিয়েছিলেন এই দম্পতি।  

পার্ক ঘুরে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। কিন্তু পথেই তাদের থামিয়ে দেয় একটি ট্রাক। এটাই তাদের চিরদিনের জন্য থেমে যাওয়া। আর বাড়ি ফেরা হয়নি তাদের।  

ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেছে ওই দম্পতির। সেখানে পড়ে রয়েছে শুধু তাদের বহন করা মোটরসাইকেলটি।

ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনির হোসেন বাংলানিউজ বলেন, শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছাগলনাইয়া মুহুরীগঞ্জের মহাসড়কে ইকবাল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় ঢাকামুখী লেনে ট্রাকের ধাক্কায় তারা নিহত হন। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।  

তিনি আরও জানান, ট্রাকসহ (ঢাকা মেট্রো ট-০৮৪৫) ড্রাইভার জামান ও হেলপার আলামিনকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মামুন মিরাজুল বাংলানিউজকে বলেন, বড় ভাইয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকতেন নুর উদ্দিন। কয়েক মাস আগে কৃষ্ণাঙ্গদের গুলিতে তার বড় ভাই মারা যান। তার দুই সন্তান রয়েছে।  

মামুন মিরাজুল আরও বলেন, অক্টোবরে দেশে ফেরেন নুর উদ্দিন। দেশে এসে বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেন। তাকে নিয়েই শনিবার আরশিনগর ফিউচার পার্কে ঘুরতে বের হয়েছিল। ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।  

আরও পড়ুন:
ফেনীতে ট্রাক চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বাংলাদেশ সময়: ২১০১ ঘন্টা, নভেম্বর ১৩, ২০২১ 
এসএইচডি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।