ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু!

ফেনী: ফেনীর সোনাগাজীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. শাওন (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শনিবার (১৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে সাতটায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের নিজাম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

সে সোনাগাজী মডেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং মধ্যম সুজাপুর গ্রামের এরশাদ উল্লাহর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ব্যাডমিন্টন খেলার জন্য বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয় শাওন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১ 
এসএইচডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।