ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় বিজিবির সঙ্গে  ‘বন্ধুকযুদ্ধে’ এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।

 

রোববার (১৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়। এর আগে, ভোরে এ অভিযান চালানো হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।  

এদিকে, বিজিবির দাবি এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন।

প্রেসব্রিফিং এ টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান নাফ নদী পার হয়ে টেকনাফে ঢুকবে এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ দল নাফনদীর তীরে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে তিনজন আরোহী নিয়ে একটি নৌকা মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এমন সময় বিজিবি অগ্রসর হয়ে তাদের থামানোর সংকেত দিলেই চোরকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় বিজিবি সদস্যদের সমন্বিত গুলি বর্ষণে এক মাদককারবারী গুলিবিদ্ধ হন। অপর দুইজন সাঁতার কেটে গা ঢাকা দেয়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।

উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য ৩ কোটি টাকা বলে জানায় বিজিবির এই কর্মকর্তা। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।