ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার হলো ট্যাব-ল্যাপটপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার হলো ট্যাব-ল্যাপটপ ...

বরিশাল: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে।  এসময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি ট্যাবসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- গৌরনদী উপজেলার নলচিরা এলাকার আ. মালেক জমাদ্দারের ছেলে মো. তারেক জমাদ্দার (২০), বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের বলয়কাঠী এলাকার আ. বারেক হাওলাদারের ছেলে মো. ফিরোজ হোসেন (৩২), ক্ষুদ্রকাঠী এলাকার মৃত কাজেম সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৬০)।

রোববার (১৪ নভেম্বর) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, শনিবার (১৩ নভেম্বর) রাতে নলচিড়া এলাকার খানাবাড়ি এলাকায় ডাকাত পরেছে এমন তথ্য পায় থানা পুলিশ। খবর পেয়ে থানার কুইক রেসপন্স টিম ঘটনাস্থলের উপস্থিত হয়ে তারেক জমাদ্দার নামে এক ডাকাতকে আটক করে।

পরে তার দেওয়া তথ্যানুযায়ী গৌরনদী থানা এলাকার বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে অপর দুই ডাকতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।