ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দেশীয় অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
ভাঙ্গায় দেশীয় অস্ত্র উদ্ধার দেশীয় অস্ত্র।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নে ৩য় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সহিংসতা এড়াতে ভাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

এসময় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।  

রোববার (১৪ নভেম্বর) বিকেলে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- ২১টি ঢাল, ৬টি টেঁটা, ২টি বড় আকারের রামদা, শতাধিক বাঁশের তৈরি লোহাযুক্ত কালি, ২৫টি বল্লমসহ বিপুল পরিমাণ লাঠি।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ নভেম্বর) দিনগত রাতে উপজেলার হামিরদী ইউনিয়নের বড় মুসকুরনী গ্রামে ইউনুচ মাতুব্বর, রহমান মাতুব্বার ও বাকি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় উপ পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ঝ) ধারায় মামলা করেছেন।  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিকাশ মণ্ডল বাংলানিউজকে জানান, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে পুলিশ এ অভিযান চালিয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।