ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
মাগুরায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

মাগুরা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জরিমানা করা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দীন। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই  প্রার্থী  ও তার সমর্থকরা মিছিল বের করেন। দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এ জন্য তাঁকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

২৮ নভেম্বর  মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।